Site icon Jamuna Television

অভিনেত্রী শিমুকে হত্যার কথা স্বীকার করে স্বামীর জবানবন্দি

চলচ্চিত্র অভিনেত্রী শিমু হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে তার স্বামী শাখাওয়াত আলী নোবেল। এমনটাই জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ূন কবির।

শুক্রবার (২১ জানুয়ারি) শিমু হত্যাকাণ্ডের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। এর আগে, সোমবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকার কেরাণীগঞ্জ থেকে শিমুর স্বামী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ূন কবির বলেন, দাম্পত্য কলহের জেরে নোবেল স্ত্রী শিমুকে হত্যা করেন। তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে নোবেল ও তার বন্ধু ফরহাদ মিলে শিমুকে গলাটিপে হত্যা করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ূন কবির।

উল্লেখ্য, গত সোমবার কেরানীগঞ্জের হযরতপুর এলাকা থেকে অভিনেত্রী শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। আসামিদের পরিকল্পনা ছিল লাশটি অজ্ঞাত থাকুক। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের আধুনিক প্রযুক্তির কারণে আসামিরা ধরা পড়ে। একইসাথে কয়েক ঘণ্টার মধ্যে মৃতদেহের পরিচয় জানা যায় যে, তিনি অভিনেত্রী রাইমা ইসলাম শিমু।

Exit mobile version