Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো সাকিবের বরিশাল

ফাইল ছবি।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮ম আসরের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ফরচুন বরিশাল একাদশ: ১। সাকিব আল হাসান (অধিনায়ক), ২। নাজমুল হোসেন শান্ত, ৩। সৈকত আলি, ৪। তৌহিদ হৃদয়, ৫। ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), ৬। ডোয়াইন ব্রাভো, ৭। জিয়াউর রহমান, ৮। আলজারি জোসেফ, ৯। জ্যাকব লিনটট, ১০। নাইম হাসান, ১১। সালমান হোসেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: ১। মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ২। কেনার লুইস (উইকেটরক্ষক), ৩। শামিম হোসেন, ৪। সাব্বির রহমান, ৫। আফিফ হোসেন, ৬। বেনি হাউয়েল, ৭। নাইম ইসলাম, ৮। উইল জ্যাকস, ৯। শরিফুল ইসলাম, ১০। মুকিদুল ইসলাম মুগ্ধ, ১১। নাসুম আহমেদ।

আরও পড়ুন: চট্টগ্রাম ও বরিশালের ম্যাচ দিয়ে শুরু বিপিএল, দেখুন চারদিনের সূচি

Exit mobile version