Site icon Jamuna Television

লালমনিরহাটে ধসে পড়া সড়কে বাড়ছে দুর্ভোগ

সড়কের এক পাশ ধসে পড়ায় যান চলাচল বিঘ্নিত।

গত বছরের অক্টোবরে হঠাৎ তিস্তার পানি বেড়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকার কাকিনা-রংপুর সড়কের একপাশ ধসে যায়। কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও তেমনই পড়ে আছে সড়কটি। ঝুঁকি নিয়ে পার হচ্ছেন ৪ উপজেলার অধিবাসীরা।

গেল বছরের ২০ অক্টোবর হঠাৎই তিস্তার পানি বেড়ে সড়কটির ৮০ মিটার অংশ আংশিক ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ২০০ মিটার। এরপর থেকে রাস্তার একপাশ ঘেঁষে চলাচল করে যানবাহন। একদিক দিয়ে যানবাহন আসা শুরু হলে অন্যদিকের যানকে থাকতে হয় অপেক্ষায়। বিড়ম্বনায় পড়ে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।ৱ

আরও পড়ুন: রাজশাহীতে শনাক্তের হার বেড়ে ২৮ শতাংশ

এ নিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, একটি প্রকল্প পরিকল্পনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। অনুমোদনের পর দ্রুতই কাজ শুরু হবে।

এসজেড/

Exit mobile version