Site icon Jamuna Television

হাউয়েলের ব্যাটে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

বেন হাউয়েলের হার্ড হিটিংয়ে ইনিংসের শেষ দিকে এসে ফরচুন বরিশালের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৪ ওভার শেষে ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম বেন হাউয়েলের দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে করেছে ১২৫ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ছয় দিয়ে শুরু করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্যারিবিয় ওপেনার কেনার লুইস। তবে নাইম হাসানের ৩য় বলে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে নাজমুল শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন লুইস। এরপর আলজারি জোসেফের প্রথম বলেই উইকেটে পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৬ রান করা আফিফ হোসেন। ভালো শুরুর আভাস দিয়ে দ্রুত ফিরে গেছেন সাব্বির রহমানও। দলীয় ৩৩ রানে সাকিবের বলে আউট হবার আগে তার ব্যাট থেকে আসে ৮ রান। এরপর ইংলিশ ব্যাটার উইল জ্যাকস প্রতিরোধের চেষ্টা করেও সফল হননি। ১৬ রান করে আরেক ইংলিশ বোলার জ্যাক লিনটটের শিকার হয়ে ফেরেন তিনি।

আরও পড়ুন: সাকিবদের বোলিংয়ে ধুঁকছে চট্টগ্রাম

নাঈম হাসানের ২য় শিকার হয়ে অধিনায়ক মেহেদী মিরাজ আউট হলে ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। তারপর আলজারি জোসেফের বাউন্সারে ফিরে যান শামীম পাটোয়ারিও। অধিনায়ক মেহেদী মিরাজের ২০ বলে ৯ রানের ইনিংস দলের রানের গতিকে কেবল মন্থরই করতে পেরেছে। তবে এর কৃতিত্ব পাবেন সাকিব আল হাসান ও জেক লিনটট। রান দেয়ায় দারুণ কার্পণ্য দেখিয়ে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে সাব্বিরের উইকেটটি দখল করেন ফরচুন বরিশালের এই অধিনায়ক।

তবে বরিশালের সাজানো চিত্রনাট্য পাল্টে দেন বেন হাউয়েল। ৩ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ২০ বলে ৪১ রান করে এই ডানহাতি মারকুটে ব্যাটার দলের রান নিয়ে যান সম্মানজনক জায়গায়।

Exit mobile version