Site icon Jamuna Television

জয়ের পথে বরিশাল, লড়ছেন মিরাজ

চট্টগ্রামকে লড়াইয়ে রেখেছেন মিরাজ। ছবি: সংগৃহীত

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১২৫ রানে আটকে দিয়েছে ফরচুন বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত সাকিবের দলের সংগ্রহ ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান। বরিশালের ৬ উইকেটের মাঝে ৪টিই নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মেহেদী মিরাজ।

১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিতভাবে মিরাজের বলেই সাজঘরে ফিরেছেন বরিশালের ব্যাটাররা। সবাই শুরু করেছেন ভালোই, কিন্তু ইনিংসকে টেনে নিতে পারেননি কেউ। ঐপেনার সৈকত আলী করেছেন ৩৯ রান। ২ চারের সাহায্যে ১৬ বলে ১৩ রান করে মিরাজের বলে বোল্ড হয়েছেন সাকিব। এছাড়া ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয় প্রত্যেকে আউট হয়েছেন ১৬ রান করে।

১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯২ রানে পৌঁছে গিয়েছিল বরিশাল। সে সময় নিজের শেষ ওভারে বল করতে আসেন মিরাজ। পরপর দুই বলে সৈকত আলী ও ইরফান শুক্কুরকে প্যাভিলিয়নে পাঠান মিরাজ। দলকে একই রানে রেখে রান আউট হন সালমান হোসেন।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে বেন হাউয়েলের হার্ড হিটিংয়ে ইনিংসের শেষ দিকে এসে ফরচুন বরিশালের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৪ ওভার শেষে ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম বেন হাউয়েলের দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে করেছে ১২৫ রান।

আরও পড়ুন: হাউয়েলের ব্যাটে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো চট্টগ্রাম

Exit mobile version