Site icon Jamuna Television

প্রায় ৫০ বছর পর বাহরাইনে ব্রিটিশ সামরিক ঘাঁটি

বাহরাইনে ১৯৭১ সালের পর প্রথমবারের মতো মধ্য প্রাচ্যের দেশটিতে স্থায়ী ব্রিটিশ সামরিক ঘাঁটির কার্যক্রম শুরু হয়েছে।

আরব নিজউ জানিয়েছে, বৃহস্পতিবার বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল-খলিফা ও ব্রিটেনের প্রিন্স এন্ড্রুর উপস্থিতিতে এই ঘাঁটিটি উদ্বোধন করা হয়।

ক্রাউন প্রিন্স সালমান বলেন, “মানামা’র সালমান বন্দরে ব্রিটিশ নৌ ঘাঁটি স্থাপন সন্ত্রাসবাদ, বৈশ্বিক স্থিতিতে সহায়তা, এবং আন্তর্জাতিক বাণিজ্য ও চলাচলে গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক। এটি দুই দেশের মধ্যে দুই শতাব্দীব্যাপী ঐতিহাসিক বন্ধুত্বের নজির।”

প্রিন্স এন্ড্রু বলেন, “ঘাঁটিটি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা করবে।” বাহরাইনের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়ে যুক্তরাজ্যের আগ্রহের বিষয়টিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

২০১৪ সালেই এ ধরনের একটি ঘাঁটি স্থাপনে বাহরাইনের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য। উপসাগরীয় নিজেদের অবস্থান আরও জোরদারে এ উদ্যোগ নিয়েছে ব্রিটেন।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নৌ বাহিনীর পঞ্চম বহর বাহরাইনে রয়েছে। ইরান ও আরব ‍উপদ্বীপের মধ্যবর্তী উপসাগরটি বিশ্বে তেলবাহী জাহাজ চলাচলের অন্যতম প্রধান পথ।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version