Site icon Jamuna Television

চট্টগ্রামকে হারিয়ে শুভ সূচনা করলো সাকিবের বরিশাল

ছবি: সংগৃহীত

বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটেব হারিয়ে শুভ সূচনা করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। চট্টগ্রামের করা ১২৫ রানের জবাবে ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য অতিক্রম করে বরিশাল।

১২৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিতভাবে চট্টগ্রাম অধিনায়ক মেহেদী মিরাজের বলে তোপের মুখে পড়ে সাকিবের দল। সবাই শুরু করেছেন ভালোই, কিন্তু ইনিংসকে টেনে নিতে পারেননি কেউ। ওপেনার সৈকত আলী করেছেন ৩৯ রান। ২ চারের সাহায্যে ১৬ বলে ১৩ রান করে মিরাজের বলে বোল্ড হয়েছেন সাকিব। এছাড়া ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয় প্রত্যেকে আউট হয়েছেন ১৬ রান করে।

১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯২ রানে পৌঁছে গিয়েছিল বরিশাল। সে সময় নিজের শেষ ওভারে বল করতে আসেন মিরাজ। পরপর দুই বলে সৈকত আলী ও ইরফান শুক্কুরকে প্যাভিলিয়নে পাঠান মিরাজ। দলকে একই রানে রেখে রান আউট হন সালমান হোসেন। এরপর ডোয়াইন ব্রাভো ও জিয়াউর রহমানের অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে জয়ের বন্দরে নোঙত ফেলে বরিশাল। দারুণ বোলিং করে ম্যাচ সেরা হওয়া মিরাজ নেন ১৬ রানে ৪ উইকেট।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত, জেনে নিন কবে-কখন ম্যাচ

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে বেন হাউয়েলের হার্ড হিটিংয়ে ইনিংসের শেষ দিকে এসে ফরচুন বরিশালের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৪ ওভার শেষে ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম বেন হাউয়েলের দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৮ উইকেটে করেছে ১২৫ রান।

আরও পড়ুন: তামিম ফিরলে কাটবে ওপেনিংয়ে সমস্যা, যমুনার মুখোমুখি মুমিনুল

Exit mobile version