Site icon Jamuna Television

চট্টগ্রাম বোর্ডে পাস করলো আরও ৩৩ এসএসসি পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষিত ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম ঘোষণায় অকৃতকার্য আরও ৩৩ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে একজন। এছাড়া পুনর্নিরীক্ষণের পর জিপিএ পরিবর্তন হয়েছে, এমন পরীক্ষার্থী ৯২ জন।

শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ড এই ফল ঘোষণা করেছে। এবার চট্টগ্রাম বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছিল ৭ হাজার ৬৯টি। তারা জানিয়েছে, প্রথমে অকৃতকার্য ঘোষিত ও পরে জিপিএ ৫ পাওয়া ওই শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের।

গত ৩০ ডিসেম্বর এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ১২। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। চট্টগ্রামে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। মোট কৃতকার্যদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি।

/এডব্লিউ

Exit mobile version