Site icon Jamuna Television

পাবনায় কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮৭ তম জন্মবার্ষিকী পালিত

পাবনা প্রতিনিধি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে পাবনায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি পালনে কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন।

এ উপলক্ষে আজ সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, অতিরিক্ত পুলিশ শামীমা আক্তার। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলার বিশিষ্ট শিল্পীবৃন্দ। এছাড়াও সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালায় সকাল দশটা থেকে দিনভর রাখা হয় চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা।

Exit mobile version