Site icon Jamuna Television

কিংবদন্তি গায়ক মিট লোফ আর নেই

ছবি: সংগৃহীত

কিংবদন্তি আমেরিকান গায়ক মিট লোফ আর নেই। ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বকালের সর্বোচ্চ বিক্রির তালিকায় রয়েছে তার ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবাম। লোফের মৃত্যুর বিষয়টি এই তারকার ফেসবুক পেজে নিশ্চিত করে তার পরিবার। ওই পোস্টে জানানো হয়, দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমাদের জানাতে হচ্ছে যে, অতুলনীয় মিট লোফ মারা গেছেন। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী।

বিশ্বব্যাপী প্রায় ১০০ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে এই তারকা গায়কের। এছাড়া লোফ ‘ফাইট ক্লাব, ‘দ্য রকি হরর পিকচার শো’ এবং ‘ওয়েইনস ওয়ার্ল্ড’- এর মতো বিখ্যাত ছবিতেও অভিনয় করেন। ডালাসে জন্ম এই গায়কের মূল নাম মারভিন লি আডে। তবে মাইকেল নামেও পরিচিত ছিলেন তিনি। ‘ব্যাট আউট অব হেল ট্রিলজি’, দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান লোফ। এই ট্রিলজি অ্যালবাম মিলিয়ন কপি বিক্রি হয়।

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় গাড়ির বেপরোয়া গতি, বন্ধুসহ থানায় স্পর্শিয়া

৯০-এর দশকে লোফের হিট গান ‘আই উ’ড ডু এনিথিং ফর লাভ (বাট আই উ’ন্ট ডু দ্যাট)’ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিক্রিত সিঙ্গেল ছিল। যা তাকে এনে দেয় গ্র্যামি অ্যাওয়ার্ড।

/এনএএস

Exit mobile version