Site icon Jamuna Television

সিরিয়ায় বন্দুকযুদ্ধে ২১ আইএস সদস্য নিহত

গুলি ছুড়ছেন একজন এসডিএফ সদস্য।

সিরিয়ার হাসাকায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) এবং ইসলামিক স্টেট (আইএস) এর সংঘাতে ২৩ আইএস জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবারের ওই সংঘর্ষে এসডিএফ এর ৭ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর রয়টার্সের।

শুক্রবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে ২১ আইএস জঙ্গি নিহতের তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিরিয়ার হাসাকার একটি কারাগারে আইএস জঙ্গিরা হামলা চালালে এসডিএফ এবং তার মিত্র বাহিনী আসাইশের সাথে বন্দুকযুদ্ধ শুরু হয় তাদের। স্থানীয় একটি সুত্র জানিয়েছে, কারাগারটিতে অন্তত ৮৯ জন আইএস জঙ্গি বন্দি ছিল, তাদের মুক্ত করতেই কারাগারে হামলা চালিয়েছিল আইএস। বৃহস্পতিবারের ওই বন্দুকযুদ্ধে এসডিএফের ৭ জন এবং মিত্র বাহিনী আসাইশের ১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আইএসের বিরোধী শক্তি হিসেবে মধ্যপ্রাচ্যের সিরিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে সবচেয়ে অগ্রসর ও সবচেয়ে সক্রিয় সশস্ত্র বাহিনী হলো এসডিএফ। যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট এসডিএফের হাতে পরাজিত হয়ে ইতোমধ্যে দখলকৃত এলাকার বেশ কিছু অংশ হারিয়েছে আইএস।

/এসএইচ

Exit mobile version