Site icon Jamuna Television

চীনের বিরুদ্ধে ১০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের ট্রাম্পের ঘোষণা

বাণিজ্য নিয়ে চীন-যুক্তরাষ্ট্র মধ্যেই বেইজিং এর বিরুদ্ধে নতুন করে ১০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৃষক এবং উৎপাদনকারীদের ক্ষতি করার পরিকল্পনা নিয়েছে চীন। এই ষড়যন্ত্র ঠেকাতে নতুন করে শুল্ক আরোপের কোনো বিকল্প নেই। আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশের মধ্যে গেল কয়েকদিন ধরেই চলছে বাণিজ্য যুদ্ধ। এরইমধ্যে ৫০০০ কোটি ডলার সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের জন্য একটি আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে চীন।

Exit mobile version