Site icon Jamuna Television

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত দুইশতাধিক

ছবি: সংগৃহীত

ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো বিমান হামলায় এখন পর্যন্ত ৩ শিশুসহ দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।  আহতদের নিকটস্থ আল জামহুরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে এএফপি।

শুক্রবার (২১) রেড ক্রস ইয়েমেনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালের দিকে সাদার একটি বন্দি শিবিরে হামলা চালায় সৌদি জোটের বিমান বাহিনী। ওই শিবিরে ইয়েমেনি বন্দি ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

এদিকে, হুতি বিদ্রোহীদের টিভি চ্যানেল আল মাসিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান হামলায় নিহত ও আহতদের সন্ধানে বন্দি শিবিরের ধ্বংস্তুপে উদ্ধার অভিযান চলছে। আহতদের নিকটস্থ আল জামহুরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে বিমান হামলায় নিহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি আল মাসিরা।

এর আগে গত সোমবার আবুধাবিতে ড্রোন হামলা করেছিল হুতি বিদ্রোহীরা। এর ৪ দিনের মাথায় পাল্টা হামলা চালাল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার এক বিবৃতিতে সামরিক জোট বলেছিল, খুব দ্রুত ইয়েমেনে হামলা চালানো হবে। তবে হামলার পর জোটের কোনো কর্মকর্তা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

/এসএইচ

Exit mobile version