Site icon Jamuna Television

শান্তিরক্ষা মিশনে র‍্যাবকে নিষিদ্ধের দাবি সম্পর্কে অবগত জাতিসংঘ

শান্তিরক্ষা মিশন থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নিষিদ্ধ করতে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আবেদনের বিষয়ে অবগত জাতিসংঘ। শুক্রবার (২১ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

জাতিসংঘের এই মুখপাত্র আরও জানান, র‍্যাব নিষিদ্ধের বিষয়ে মানবাধিকার সংস্থাগুলোর আবেদনটিকে গুরুত্ব সহকারে দেখছে জাতিসংঘ। প্রতিটি দেশের পৃথক ইউনিটের জন্য জাতিসংঘ শান্তিমিশনের পরিশীলিত নীতি রয়েছে। সে নীতির আলোকেই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। স্টিফেন ডুজারিক জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে জাতিসংঘ।

এর আগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগে ৮ নভেম্বর র‍্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার দাবি জানায় ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সকে দেয়া চিঠির বিষয়টি বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এ নিয়ে যমুনার প্রতিবেদনটি পড়ুন এখানে।

/এডব্লিউ

Exit mobile version