Site icon Jamuna Television

মাস্কের সঠিক ব্যবহার জানেন কি?

সঠিকভাবে মাস্ক পরা নিয়ে অনীহা।

করোনার সংক্রমণ বাড়লেও মাস্ক পরায় অনীহা জনসাধারণের মধ্যে। মাস্ক পরলেও বেশিরভাগই জানেন না এর সঠিক ব্যবহারবিধি। এ কারণেও দিন দিন কঠিন হয়ে পড়ছে করোনা প্রতিরোধ। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা তৈরির মাধ্যমে সঠিকভাবে মাস্কের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি ব্যবহৃত মাস্ক নিরাপদ উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে হবে।

অনেকে হাত জীবাণুমুক্ত না করেই বারবার মাস্ক ধরছেন। এমনকি একই মাস্ক ব্যবহার করছেন দিনের পর দিন। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক উপায়ে মাস্ক ব্যবহার না হলে তা করোনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। আর যারা মাস্ক ব্যবহার করছেন তারাও মাস্ক যেখানে-সেখানে ফেলে পরিবেশ দূষিত করছেন। এতে তৈরি হচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ক্যাবল চুরি

স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ব্যবহৃত মাস্ক ফেলতে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার গাইডলাইন মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা মোকাবেলায় টিকাসহ বিভিন্ন রকমের ওষুধের ব্যবহার হলেও স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এসজেড/

Exit mobile version