Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী

ভোটের প্রচারণা চালাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী রবিউল।

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে ৩১ জানুয়ারি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কাইতলা দক্ষিণে চলছে জোরে সোরে প্রচারণা। ভোটের মাঠে এবার নেমেছেনে দৃষ্টি প্রতিবন্ধী রবিউল। প্রতিদ্বন্দীদের সাথে পাল্লা দিয়ে পথে-ঘাটে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ভোটারদের থেকে ভালো সাড়াও পাচ্ছেন বলে দাবি তার।

জন্ম থেকেই পৃথিবীর আলো দেখা হয়নি রবিউল আলমের। যে প্রতিবন্ধকতা নিয়ে সারা জীবনের যুদ্ধ, সেই শক্তিকে কাজে লাগিয়ে এবার স্থানীয় সরকার নির্বাচনে তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন রবিউল। রাজনীতিতে সক্রিয় না হলেও জনপ্রনিধি হতে ষষ্ঠ ধাপের নির্বাচনে তিনি ভোটের মাঠে। সমর্থকদের পাশে নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

আরও পড়ুন: যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর ঘর পেলেন মাঝি চপলা রাণী (ভিডিও)

রবিউলের এই লড়াকু মানসিকতায় মুগ্ধ প্রতিদ্বন্দী প্রার্থীরা। ভোটযুদ্ধে সামিল হওয়া রবিউলকে ইতিবাচকভাবেই নিয়েছেন ভোটাররা।

বিশেষ চাহিদা সম্পন্ন রবিউল পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ি। পাশাপাশি গীতিকার হিসেবে এলাকায় পরিচিতি তার। সকল যোগ্যতায় ৩১ জানুয়ারি নির্বাচনের বৈতরণী পার হওয়া আশা তালা প্রতীকের এই প্রার্থীর।

এসজেড/

Exit mobile version