Site icon Jamuna Television

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় ছুরিকাঘাতে আমির হোসেন (২৮) নামে যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টায় মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা যায়, রায়ের বাজার আজিজ খান রোড রাতে আমিরকে কবির ও হুমায়ুন নামে দুইজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। যা স্থানীয় দোকানদার শুরু করে ওখানকার লোকজন দেখেছে। পরে দোকানদারা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেন।

আরও পড়ুন: নির্বাচনসহ যেকোনো প্রয়োজনে ডাকলে সেনাবাহিনী সহযোগিতা করবে: সেনাপ্রধান

কবির ও হুমায়ন সম্পর্কে ভাই। তাদের সাথে নিহতের পূর্ব শত্রুতা রয়েছে। গত ৬/৭ মাস পূর্বে কবিরের স্ত্রী সপ্নাকে (গাঁজা বিক্রেতা) শাহবাগের শহিদ মিনার এলাকার ছুরিকাঘাতে আহত করেছিল আমির হোসেন। এনিয়ে তাদের মধ্যে মামলাও রয়েছে। তাই আমিরকে পেয়ে কবির পেটে-পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমির হোসেন শহিদ নগর এলাকায় থাকতেন।

/এনএএস

Exit mobile version