Site icon Jamuna Television

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত

ফাইল ছবি।

ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় মেহেদী নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের স্বজনরা জানান, পঞ্চম ধাপের নির্বাচনে সারুটিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী জুলফিকার টিচুর সমর্থক ছিলেন মেহেদী।

প্রার্থী জুলফিকার টিচুর সমর্থকদের সাথে বিরোধ চলছিল আরেক প্রার্থী মাহমুদুল হাসানের। এরই জেরে শুক্রবার (২১ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের লোকজন মেহেদীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করে বলে দাবি স্বজনদের।

পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসজেড/

Exit mobile version