Site icon Jamuna Television

রাজধানীর করোনা পরীক্ষা বুথে বেড়েছে ভিড়

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। সকাল থেকেই করোনা পরীক্ষার বুথে মানুষের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেশ বেড়েছে।

জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা করতে পরীক্ষা বুথগুলোতে জড়ো হয়েছেন সব বয়সী মানুষ।

অন্যদিকে টিকা কেন্দ্রেও বাড়ছে মানুষের সমাগম। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখা গেছে ভ্যাকসিন নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। সবাই আজই টিকা পাবেন বলে আশাবাদী। টিকা সনদের ব্যাপারে সরকারি বাধ্যবাধকতা থাকায় মানুষের এই চাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে বরাবরের মতোই অনীহা দেখা গেছে।

/এডব্লিউ

Exit mobile version