Site icon Jamuna Television

গ্রিল না কেটে ঘরে ঢুকলেন চোর! ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

এক চোরের ঘরে ঢোকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে গ্রেফতার হওয়ার পর একজন চোর পুলিশকে ডেমো দেখাচ্ছিলেন, কীভাবে তিনি গ্রিল না কেটে ঘরে প্রবেশ করেছিলেন। ১৭ জানুয়ারি ভিডিওটি ভারতের পুলিশ কর্মকর্তা রুপিন শর্মা টুইটারে শেয়ার করেছিলেন। এরপর এটি ভাইরাল হয়।

আরও পড়ুন: অপারেশন ছাড়াই কয়েদির পেট থেকে বের করা হলো মোবাইল!

ভিডিওটিতে দেখা যায়, পুলিশের পোশাক পরা একজন কর্মকর্তা চোরের হাতকড়া খুলে দেন। এরপর চোরটি ঘরে প্রবেশের কৌশল প্রদর্শন করে। সে জানালার গ্রিলের একটি বর্গক্ষেত্র দিয়ে তার শরীরকে তির্যকভাবে ঢোকান। এরপর কোনো শব্দ ছাড়াই এক মিনিটেরও কম সময়ে চোরটি ঘরে প্রবেশ করে।

আরও পড়ুন: মোবাইলে গেম খেলা নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ!

/এনএএস

Exit mobile version