Site icon Jamuna Television

শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশনের চতুর্থ দিন, হাসপাতালে ভর্তি আরও একজন

অসুস্থ আরও এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সযোগে।

চতুর্থ দিনের মতো চলছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি। ভিসির পদত্যাগ দাবিতে অনড় তারা।

শনিবার (২২ জানুয়ারি) সকালে আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অনশনে থাকা ১৫ শিক্ষার্থী এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন। শীত উপেক্ষা করেই বাকি ৮ জন ক্যাম্পাসে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কয়েকজনকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

দাবি আদায়ে অন্য শিক্ষার্থীরাও এখন আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে, শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পাঁচ সদস্যের দল।

এসজেড/

Exit mobile version