Site icon Jamuna Television

ঘানায় বিস্ফোরক বহনকারী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১৭

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৫৯ জন।

ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। কর্তৃপক্ষ জানায়, বোগোসো শহরে খনিতে ব্যবহারের জন্য বিস্ফোরক বহন করা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপরই ট্রাকটিতে থাকা ডিনামাইটের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রভাব কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫শ ঘরবাড়ি।

ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান অব্যাহত আছে। সতর্কতা জারি করা হয়েছে পুরো এলাকায়। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিস।

Exit mobile version