Site icon Jamuna Television

মুম্বাইয়ের বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৭

ছবি: সংগৃহীত।

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ের টারদেও এলাকার একটি বহুতলবিশিষ্ট আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকালে লাগা এ আগুনে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭ জন, দগ্ধ হয়েছেন ২৮ জন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য বলছে, ২০ তলাবিশিষ্ট ওই আবাসিক ভবনের ১৮ তলায় সকাল ৭টার দিকে প্রথম আগুন নজরে আসে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। ফায়ারসার্ভিসের মোট ১৩টি ইঞ্জিন ও সাতটি পানিবাহী জেটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। টানা দুই ঘণ্টার চেষ্টার পর আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসছে বলে জানায় দমকল কর্মীরা।

এদিকে, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আশেপাশের ভবনগুলোর বেশ কয়েকজন। তাদের অক্সিজেন দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় আহতদের মধ্যে ১২ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে তিনজন রয়েছেন আইসিইউতে। তবে আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ভারতে ৮ মাস পর আবারও করোনার রেকর্ড সংক্রমণ

এরআগে গত অক্টোবরে দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে আগুন লাগে। এতে মৃত্যু হয় বেশ কয়েকজনের।

এসজেড/

Exit mobile version