Site icon Jamuna Television

সিলেটের বিপক্ষে টস জিতে বোলিংয়ে কুমিল্লা

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের তৃতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা একাদশে আছেন তিন বিদেশি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি, আরেক প্রোটিয়া ব্যাটার ক্যামেরন ডেলপোর্ট ও আফগান অলরাউন্ডার কারিম জানাত। দেশি তারকাদের মধ্যে মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় আছেন কুমিল্লায়। মোসাদ্দেক সৈকতের সিলেট একাদশের তিন বিদেশি রবি বোপারা, কলিন ইনগ্রাম ও কেসরিক উইলিয়ামস। দেশি তারকাদের মধ্যে তাসকিন, মিঠুন, বিজয় আছেন সিলেট একাদশে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু-প্লেসি, মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, মুস্তাফিজুর রহমান ও করিম জানাত।

সিলেট সানরাইজার্স একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, নাজমুল ইসলাম অপু, রবি বোপারা, সোহাগ গাজী, অলক কাপালি, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলি, ও তাসকিন আহমেদ।

Exit mobile version