Site icon Jamuna Television

রেডজোন ঘোষণার পরও রাঙ্গামাটির পর্যটন স্পটগুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

পর্যটন স্পটের বেশিরভাগ পর্যটকের মুখেই নেই মাস্ক।

গত ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতর থেকে রেডজোন ঘোষণা করা হয়েছে রাঙ্গামাটি জেলাকে। এই জেলায় করোনা সংক্রমণের হার বাড়ার পরও পর্যটন স্পটগুলোতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পলওয়ে পার্কসহ কয়েকটি পর্যটন স্পটে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

এসব স্পটগুলোতে বেশির ভাগ পর্যটকের মুখে মাস্ক নেই, উপেক্ষিত স্বাস্থ্যবিধিও। পাহাড়, প্রকৃতি ও লেকের অপরূপ দৃশ্য দেখতে এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে পর্যটকরা ঘুরতে আসেন রাঙ্গামাটি। কিন্তু করোনা বৃদ্ধির কারণে পর্যটন স্পটগুলো সরকার বন্ধ না করলেও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করার নির্দেশনা দেয়।

রেড জোন ঘোষণার পর রাঙ্গামাটিতে পর্যটকের সংখ্যা কমে গেলেও যারা আসছেন তাদের স্বাস্থ্য সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভূমিকাই দেখা যায়নি। একই সাথে চোখে পড়েনি টুরিস্ট পুলিশের তৎপরতাও। ফলে করোনা সংক্রমণ আরও বৃদ্ধির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।

এসজেড/

Exit mobile version