মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একজন মুখপাত্র শনিবার (২২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে মাহাথিরকে ভর্তি করা হয়েছে। ৯৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট একমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন। এর আগে গত সপ্তাহে তাকে বেশ কিছু শারীরিক পরীক্ষা করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: মেয়ের ধর্ষককে আদালতের সামনেই গুলি করে হত্যা সাবেক বিএসএফ কর্মকর্তার
ন্যাশনাল হার্ট ইন্সটিটিউট থেকে তার শারীরিক অবস্থার কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত দেয়া হয়নি। আগে যখন ডিসেম্বরে ভর্তি হয়েছিলেন তখন ডাক্তাররা তার শারীরিক বড় ধরনের কোনো সমস্যার কথা বলেননি। তারা বলেন, সাবেক এই প্রেসিডেন্ট ভালো আছেন।
/এনএএস

