Site icon Jamuna Television

অল্পের জন্য প্রাণে বাঁচলেন শোয়ার্জনেগার

দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন হলিউডের প্রখ্যাত অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার।

পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে সানসেট অ্যান্ড অ্যালেনফোর্ড সড়কে ৪টি গাড়ি একসাথে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় শোয়ার্জনেগারের গাড়ি অন্য একটি গাড়ির ওপর উঠে যায়। এতে অপর গাড়িটির চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ দুর্ঘটনার জন্য সড়কটিকে যান চলাচল বন্ধ থাকে বেশ কিছু সময়।

প্রাথমিকভাবে এই মাল্টি কার দুর্ঘটনার জন্য ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর শোয়ার্জনেগারকেই দায়ী করছে আইন প্রয়োগকারী সংস্থা।

/এডব্লিউ

Exit mobile version