Site icon Jamuna Television

দুই বছরের জন্য একটা জাতীয় সরকার প্রয়োজন: জাফরুল্লাহ চৌধুরী

কমপক্ষে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার প্রয়োজন বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তিন মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার দেশের কোনো পরিবর্তন আনতে পারবে না। এজন্য জাতীয় সরকার গঠন করতে হবে। তবে আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে। অন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে অনতে সবাইক ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ।

/এডব্লিউ

Exit mobile version