Site icon Jamuna Television

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত তিন কিশোর

প্রতীকী ছবি

ভারতের মুর্শিদাবাদে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছে তিন কিশোর।

শনিবার (২২ জানুয়ারি) সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নগরাজল টিকটিকি পাড়া এলাকায়। আহত তিন কিশোরকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।

আহত এক কিশোরের পরিবারের সদস্যা নাফিসা বিবির বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খেলছিল তিন জন। তখনই বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয় তারা।

মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা বলেন, বোমা ফেটে আহত হয়েছে তিন কিশোর। আমরা ঘটনার তদন্ত শুরু করছি। সেখানে কারা বোমা মজুত রেখেছিল, তা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন- ঘুমের ঘোরে সত্য স্বীকার করায় স্ত্রীকে পুলিশে দিলেন স্বামী
এনবি/

Exit mobile version