Site icon Jamuna Television

ঘুষের শাস্তি অর্থদণ্ড, স্কুল ও রাস্তা নির্মাণ

ঘুষ দিয়ে কাজ বাগাতে গিয়ে ধরা পড়েছিলেন মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার নয় ব্যবসায়ী। শাস্তিস্বরূপ অর্থদণ্ডের পাশাপাশি তাদেরকে স্কুল ও রাস্তা নির্মাণ করার আদেশ দিয়েছে দেশটির আদালত।

জাতিসংঘ ভিত্তিক দুর্নীতি দমন কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ ভিত্তিক গুয়েতেমালায় অপরাধ থেকে অব্যাহিতর বিরুদ্ধে আন্তর্জাতিক কমিশন (সিআইসিআইজি) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, নয় ব্যবসায়ী ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে। গুয়েতেমালার একটি ট্রাইব্যুনাল তাদের প্রত্যেককে ৬৭ হাজার ৫০০ ডলার করে জরিমানা করেছে। পাশাপাশি তাদেরকে একসাথে কমপক্ষে ছয়টি রাস্তা পুণনির্মাণ ও দারিদ্র পীড়িত গ্রামে একটি স্কুল তৈরি করে দিতে হবে।

রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version