Site icon Jamuna Television

১২ সপ্তাহ আগেই জন্ম নিলো প্রিয়াঙ্কা-নিকের মেয়ে

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

নির্ধারিত তারিখের ১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রথম কন্যা। খবর ডেইলি মেইলের।

শুক্রবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে, ডেলিভারির নির্ধারিত তারিখের আগেই গত রোববার জন্ম নিয়েছে প্রিয়াঙ্গা-নিকের প্রথম কন্যার। রিপোর্টে বলা হয়েছে, আগামী এপ্রিলে শিশুটির জন্মগ্রহণের তারিখ থাকলেও গত রোববার শিডিউলের ২৭ সপ্তাহ আগেই শিশুটির জন্ম হয়েছে। প্রিয়াঙ্কা এখনও হাসপাতালেই আছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিও সুস্থ আছে বলে জানা গেছে।

এর আগে, গত শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সারোগেট পদ্ধতিতে সন্তান জন্মের বিষয়টি জানান প্রিয়াঙ্কা চোপড়া নিজেই।

/এসএইচ

Exit mobile version