Site icon Jamuna Television

করোনার টিকা না নিলে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা পাকিস্তানে

এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার। ছবি: সংগৃহীত

পাকিস্তানে করোনা টিকা না নেয়া থাকলে মুসল্লিদের মসজিদে গিয়ে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।

গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ করোনা টিকা নিয়েছে। তারপরেও দেশটিতে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। ফলে টিকা না নিলে মসজিদে যাওয়ায় নিষেধাজ্ঞাসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে এনসিওসি।

এনসিওসির শনিবার নেয়া সিদ্ধান্ত অনুযায়ী মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে শুধুমাত্র টিকা দেয়া থাকলেই প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও ধর্মীয় উপাসনালয়ে প্রবেশের জন্য মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও অন্তত ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন- বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত তিন কিশোর

এনবি/

Exit mobile version