Site icon Jamuna Television

কত দামে নতুন বাড়ি কিনলেন অক্ষয়?

অক্ষয় কুমার। ফাইল ছবি।

মুম্বাইয়ের খার অঞ্চলের এক বিলাসবহুল বিল্ডিংয়ের ১৯ তলায় একটি ফ্ল্যাট কিনেছেন অক্ষয় কুমার। ৭ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনেছেন তিনি।

জানা যায়, ৭ জানুয়ারি মুম্বাইয়ের এই বাড়িটির রেজিস্ট্রি করেছেন অক্ষয়। নতুন এই বাড়িটির মোট আয়তন ১৮৭৮ বর্গফুট। একসাথে চারটি গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে সেখানে। গুঞ্জন রয়েছে কয়েকদিন আগেই পশ্চিম অন্ধেরিতে নয় কোটি টাকায় নিজের অফিজ বিক্রি করে দিয়েছেন অক্ষয়। ৫ হাজার ৩৫৯ বর্গফুট আয়তন জায়গা জুড়ে ছিল সেই অফিস।

বক্স অফিস কাঁপানো অনেক ছবি উপহার দেয়া অক্ষয় তার আগামী ছবির জন্য ১৩৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এমনকি টাইগার শ্রুফের সঙ্গে ‘বড়ে মিঞা ছোট মিঞা’র জন্যও নাকি ভালোই দর হাঁকিয়েছেন তিনি। ওটিটিতে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘অতরঙ্গি রে।’ এছাড়াও অক্ষয়ের হাতে রয়েছে, পৃথ্বীরাজ, রাম সেতু, বচ্চন পাণ্ডে ও রক্ষাবন্ধনের মতো একাধিক সিনেমা।

আরও পড়ুন: ১২ সপ্তাহ আগেই জন্ম নিলো প্রিয়াঙ্কা-নিকের মেয়ে

জেডআই/

Exit mobile version