Site icon Jamuna Television

কারাগারে আইএস’র হামলা; কুর্দিদের সাথে লড়াইয়ে অন্তত ৭০ জনের মৃত্যু

সিরিয়ায় আইএসের সাথে কুর্দি বাহিনীর প্রাণঘাতী লড়াইয়ে তিন দিনে মৃত্যু হয়েছে ৭০ জনের বেশি মানুষের। শনিবার (২২ জানুয়ারি) তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল সংঘাত।

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে কুর্দি বাহিনীর ২৮ জন, ৪৫ আইএস সদস্য ও ৫ বেসামরিক নাগরিক রয়েছে। গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কুর্দি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় হাসাকেহ শহরের কারাগারে হামলা চালায় আইএস। সেখানে গোষ্ঠীটির সাড়ে তিন হাজারের মতো বন্দি আছে। সংঘর্ষের সময় পালিয়ে যায় তাদের অনেকে। অবশ্য কয়েকশ’ বন্দিকে আবার আটক করা হয়।

প্রায় তিন বছর আগে সিরিয়ায় আইএস-এর পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফ’র মুখপাত্র জানান, আন্তর্জাতিক জোটের সহায়তায় ঘিরে রাখা হয়েছে কারাগারটি।

Exit mobile version