Site icon Jamuna Television

টাকার বিনিময়ে দরিদ্রদের জরায়ু ভাড়া নেয় ধনীরা: তসলিমা নাসরিন

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে সন্তান জন্মদানে সারোগেসি পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অবশ্য এই পদ্ধতি নিয়ে অনেকে আবার সমালোচনা করছেন। এবার লেখিকা তসলিমা নাসরিন এই সারোগেসি পদ্ধতি নিয়ে মুখ খুললেন। সারোগেসি পদ্ধতির সমালোচনা করে তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। তসলিমা বলেন-

সারোগেসি বিজ্ঞানের চমৎকার একটা আবিস্কার বটে। তবে সারোগেসি ততদিন টিকে থাকবে, যতদিন সমাজে দারিদ্র টিকে থাকবে। দারিদ্র নেই তো সারোগেসি নেই। দরিদ্র মেয়েদের জরায়ু টাকার বিনিময়ে ন’মাসের জন্য ভাড়া নেয় ধনীরা। ধনী মেয়েরা কিন্তু তাদের জরায়ু কাউকে ভাড়া দেবে না। কারণ গর্ভাবস্থায় জীবনের নানা ঝুঁকি থাকে, শিশুর জন্মের সময়ও থাকে ঝুঁকি। দরিদ্র না হলে কেউ এই ঝুঁকি নেয় না।

আরও পড়ুন: একুশ ঘণ্টায় আমি পরকালটা দেখে এসেছি, ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে তসলিমা

গৃহহীন স্বজনহীন কোনও শিশুকে দত্তক নেওয়ার চেয়ে সারোগেসির মাধ্যমে ধনী এবং ব্যস্ত সেলিব্রিটিরা নিজের জিনসমেত একখানা রেডিমেড শিশু চায়। মানুষের ভেতরে এই সেলফিস জিনটি , এই নার্সিসিস্টিক ইগোটি বেশ আছে। এসবের উর্ধে উঠতে কেউ যে পারে না তা নয়, অনেকে গর্ভবতী হতে, সন্তান জন্ম দিতে সক্ষম হলেও সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সারোগেসিকে তখন মেনে নেবো যখন শুধু দরিদ্র নয়, ধনী মেয়েরাও সারোগেট মা হবে, টাকার বিনিময়ে নয়, সারোগেসিকে ভালোবেসে হবে। ঠিক যেমন বোরখাকে মেনে নেবো, যখন পুরুষেরা ভালোবেসে বোরখা পরবে। মেয়েদের পতিতালয়কে মেনে নেবো, যখন পুরুষেরা নিজেদের পতিত-আলয় গড়ে তুলবে, মুখে মেকআপ করে রাস্তায় ত্রিভঙ্গ দাঁড়িয়ে কুড়ি- পঁচিশ টাকা পেতে নারী-খদ্দেরের জন্য অপেক্ষা করবে। তা না হলে সারোগেসি, বোরখা, পতিতাবৃত্তি রয়ে যাবে নারী এবং দরিদ্রকে এক্সপ্লয়টেশানের প্রতীক হিসেবে।

আরও পড়ুন: সারোগেসি পদ্ধতিতে মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

/এনএএস

Exit mobile version