Site icon Jamuna Television

করোনার ধাক্কা সামলে মাঠে ফিরছেন লিও মেসি

ছবি: সংগৃহীত

করোনা আক্রান্তের ধাক্কা সামলে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। রোববার (২৩ জানুয়ারি) রাত ২টায় লিগ ম্যাচে রাঁসের বিপক্ষে মাঠে নামছেন তিনি, নিশ্চিত করেছেন কোচ পচেত্তিনো।

জানুয়ারির ২ তারিখ করোনায় আক্রান্ত হন মেসি। এর দিন চারেক পর নেগেটিভ হন তিনি। কিন্তু করোনার ধকল কাটিয়ে উঠতে সময় লাগে লিও’র। শুধু ক্লাব না জাতীয় দলের সাম্প্রতিক স্কোয়াডেও রাখা হয়নি মেসিকে। শুধু মেসি না আজকের ম্যাচে ফিরছেন কিলিয়ান এমবাপ্পেও। যদিও তাকে মাঠে দেখা যেতে পারে বদলি হিসেবে।

প্রসঙ্গত, ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি।

Exit mobile version