Site icon Jamuna Television

বার্সেলোনার জন্য আরও একটি দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

কোপা দেল রে’র থেকে ছিটকে পরার পাশাপাশি আরও একটি দুঃসংবাদ পেলো বার্সেলোনা। ইনজুরিতে পরে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলের অন্যতম সদস্য আনসু ফাতিকে।

উরুর এই চোটের জন্য দুই মাস বাইরে ছিলেন ফাতি। ১২ জানুয়ারি ইনজুরি কাটিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামেন তিনি। তবে বৃহস্পতিবার বিলবাও’র বিপক্ষে আবারও একই ইনজুরিতে পরেন। ৬১ মিনিটে বদলি হিসেবে নামলেও অতিরিক্ত সময়ের ছয় মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

Exit mobile version