Site icon Jamuna Television

সালমানের পাশে শোয়েব আখতার

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমান খানের পাঁচ বছরের সাজা খুব কঠোর শাস্তি হয়েছে বলে নিজের টুইটারে টুইট করেছেন পাকিস্থানের ক্রিকেটার শোয়েব আখতার।


সালমান খানের পুরনো বন্ধু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার টুইটারে বলেন, ‘‌আমার বন্ধু সলমনের পাঁচ বছরের সাজা হওয়ায় খুবই খারাপ লাগছে কিন্তু আইন আইনের পথে চলেছে এবং ভারতের আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তাকেও আমি শ্রদ্ধা জানাই। কিন্তু তাও আমার মনে হচ্ছে শাস্তিটা একটু কঠোরই হয়ে গিয়েছে। সলমনের পরিবার ও ভক্তদের জন্য আমার সহানুভূতি রইল। আমার দৃঢ় বিশ্বাস সলমন খুব দ্রুত ছাড়া পেয়ে যাবে।’

এদিকে বৃহস্পতিবার দুই কৃষ্ণহরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যোধপুরের একটি আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজও জামিন দেয়নি আদালত তাই আজ রাতও সালমান খানকে থাকতে হবে জেলে।

Exit mobile version