Site icon Jamuna Television

‘বিএনপির জ্বালাও-পোড়াওয়ের সময় দেশে শান্তি বজায় রেখেছে পুলিশ’

আন্দোলনের নামে বিএনপির জ্বালাও-পোড়াওয়ের সময় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশে শান্তি বজায় রেখেছেন। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, গণতন্ত্র এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যরা ভূমিকা পালন করে যাবে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২০ এবং ২০২১ সালে সাহসিকতার জন্য মোট ২৩০ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

করোনাকালে মানবিক অবদানের জন্য পুলিশ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের মেয়াদ পুলিশ বাহিনী আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা বেড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

/এডব্লিউ

Exit mobile version