Site icon Jamuna Television

খসড়া দেখে মনে হচ্ছে সার্চ কমিটি গঠনের আইন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ফাইল ছবি

ইসি গঠনের আইনের খসড়া দেখে মনে হচ্ছে এটা সার্চ কমিটি গঠনের আইন, প্রস্তাবিত আইনে জনগণের মতামত নেয়া হয়নি বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (২৩ জানুয়ারি) সকালে নয়াপল্টনে তাঁতী দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এই আইনের মাধ্যমে কোনো নিরপেক্ষ ব্যক্তি ইসির দায়িত্ব পাবে না। দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে দিন। খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথায় পরিণতি ভালো হবে না।

Exit mobile version