Site icon Jamuna Television

শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি রাবি শিক্ষকের

অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. ফরিদ খান।

রাজশাহী ব্যুরো:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. ফরিদ খান। রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহীদ জোহা চত্বরে নীরব দাঁড়িয়ে থেকে এই প্রতিবাদ জানান তিনি।

এ সময় তিনি বলেন, নীরবতার এই ভাষা লক্ষ শিক্ষকের, লক্ষ অভিভাবকের ক্ষোভের ভাষা, বিবেকের ভাষা। একজন অভিভাবক যখন দাঙ্গা পুলিশ ডেকে এনে সন্তানদের শায়েস্তা করেন, তখন তিনি আর অভিভাবক থাকেন না, হয়ে যান একজন নির্মম শাসক। আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো শাসক চাই না, চাই অভিভাবক।

এসজেড/

Exit mobile version