Site icon Jamuna Television

মানবিক সংকট নিয়ে আলোচনায় নরওয়ে পৌঁছেছে তালেবানের প্রতিনিধি

মানবিক সংকট নিয়ে আলোচনায় নরওয়ে পৌঁছেছে তালেবান প্রতিনিধি দল। তিন দিনব্যাপী বৈঠকে অংশ নেবে নরওয়েসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা।

তালেবান প্রতিনিধিদের পাশাপাশি আফগান নাগরিকদের আরও একটি দলও অংশ নেবে আলোচনায়। যাদের মধ্যে থাকবেন সাংবাদিক ও নারী প্রতিনিধিরাও। তবে নরওয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, তালেবানকে স্বীকৃতি দেয়ার সাথে এ বৈঠকের কোনো সম্পর্ক নেই। আফগানিস্তানের আর্থ সামাজিক পরিস্থিতি, খাদ্য স্বল্পতার মতো সংকটগুলো হবে মূল অ্যাজেন্ডা। রোববার (২৩ জানুয়ারি) থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে আলোচনা।

তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে তীব্র আকার ধারণ করেছে সংকট। যুক্তরাষ্ট্র সহায়তার অর্থ আটকে রাখায় চরমে পৌঁছেছে দুর্ভোগ।

Exit mobile version