Site icon Jamuna Television

মাদারীপুরে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মাদারীপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নাহিদ শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে আরও একজন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (২১ জানুয়ারি) শিবচরের বান্দরখোলা এলাকা থেকে বাসায় ফিরছিলো মেয়েটি। তাকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে তুলে নেয় এলাকার বখাটে নাহিদ ও আল আমিন। পরে নির্জন স্থানে নিয়ে চালানো হয় নির্যাতন। চিৎকার শুনে তাকে উদ্ধার করে এলাকাবাসী।

এ ঘটনায় শুক্রবার রাতেই ওই শিক্ষার্থীর ভাই মামলা করে। এরপরই অভিযান চালিয়ে নাহিদকে গ্রেফতার করা হয়। অপরজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version