Site icon Jamuna Television

ঢাকা আলিয়ার প্রাঙ্গণে শিক্ষা অধিদফতর ভবন নির্মাণের প্রতিবাদ

ঢাকার মাদরাসা ই আলিয়া প্রাঙ্গণে শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা। রোববার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, হল সুপারের বাসভবন ভেঙে মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণ করা হচ্ছে।

এই ঘটনাকে ইসলামি শিক্ষার প্রতি সরকারের দ্বিমুখী আচরণ ও অবজ্ঞার সামিল বলে অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, এ নিয়ে ছাত্ররা প্রতিবাদ জানালে হল বন্ধেরও ঘোষণা দেয়া হয়। এর ফলে ধর্মীয় শিক্ষানুরাগী মানুষকের সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হয়েছে।

আলিয়া মাদরাসা প্রাঙ্গন অক্ষত রেখে অন্য কোথাও শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণের দাবি জানায়। এছাড়া ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয় স্থাপন, মাদরাসার চার একর জমি দখলমুক্তসহ পাঁচ দফা দাবিও জানান প্রাক্তন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে বর্তমান শির্ক্ষাথীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

/এডব্লিউ

Exit mobile version