
ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি
লবিস্ট নিয়োগের রাস্তা দেখিয়েছে আওয়ামী লীগই; এখন বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (২৩ জানুয়ারি) সংসদে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, লবিস্ট নিয়োগ অবৈধ নয়। তবে মিথ্যার আশ্রয় নিয়ে লবিস্ট নিয়োগ করলে প্রভাব উল্টো হয়। যে কারণে সরকার লবিষ্ট নিয়োগের পরও মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছে একটি বাহিনী।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবার পরে র্যাব সন্ত্রাসীদের নিয়ে অস্ত্র উদ্ধারে যাচ্ছে না, পালানোর সময় কোনো মানুষও মারা যাচ্ছে না। টেকনাফের কাউন্সিলরকে আইনশৃঙ্খলাবাহিনী ঠাণ্ডা মাথায় খুন করে। তিন বছরে পেরিয়ে গেলেও ঘটনাটি নিয়ে কোনো মামলা হয়নি।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply