Site icon Jamuna Television

কিংবদন্তী শচীনের সাথে কাটার মাস্টার

শনিবার পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরের। এবারের আসরে দল পাল্টে মুম্বাই ইন্ডিয়ান্সে মোস্তাফিজুর রহমান। আর কাল মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।

কাল মাঠে নামর আগে আজ রাতে একটি অনুষ্ঠানে দলীয় সতীর্থদের সঙ্গী হয়েছেন মোস্তাফিজ। সেখানেই কাটার মাস্টারের সাথে দেখা হয়ে যায় ভারতীয় কিংবদন্তি শচীনের সঙ্গে। সেই স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলে পোস্ট দিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে।

ছবিতে দেখা যায় শচীনের সাথে আলো ঝলমলে এক অনুষ্ঠানে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ফেসবুকে লিখেন, এটা খুবই মূল্যবান ও  স্মৃতিদায়ক মুহূর্ত লিজেন্ড শচীন স্যারের সাথে। দেখা হয়ে খুবই আনন্দিত।

Exit mobile version