Site icon Jamuna Television

রাজশাহীতে রেল ধর্মঘট, ৩১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

কর্মবিরতির ঘোষণা ও রেল কর্মীদের বিক্ষোভ।

রাজশাহী ব্যুরো:

মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের দাবিতে আগামী ৩১ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধসহ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে ট্রেন পরিচালনায় নিয়োজিত রাজশাহীর লোকো মাস্টার ও রানিং স্টাফদের সংগঠন। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ শেষে তারা এ ঘোষণা দেন। পরে দাবি আদায়ে সংগঠনটির নেতারা পশ্চিমাঞ্চল রেল ভবনে ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ৩০ জানুয়ারির মধ্যে বেতন-ভাতা আগের নিয়মে পরিশোধ করা না হলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে।

প্রসঙ্গত, ট্রেন চালক, সহচালক, পরিচালক ও টিকিট চেকারদের দিনের কাজের সময় ৮ ঘণ্টা হলেও তারা গড়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। নির্ধারিত সময়ের তুলনায় বেশি কাজ করায় প্রতি মাসে বিশেষ আর্থিক সুবিধা হিসেবে প্রায় তিন মাসের সমপরিমাণ টাকা পেয়ে থাকেন, যা রেলওয়ের ভাষায় মাইলেজ।

সম্প্রতি রাষ্ট্রের বেসামরিক কর্মীদের মূল বেতনের অতিরিক্ত অর্থ পাওয়ার বিধান নেই মর্মে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে। এ থেকেই শুরু হয় জটিলতা। এর জেরে রোববার এমন ঘোষণা এলো।

এসজেড/

Exit mobile version