Site icon Jamuna Television

বছিলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর বছিলার লাউতলা খাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ডিএনসিসি।

রোববার (২৩ জানুয়ারি) সকাল থেকে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে সীমানার মধ্যে হওয়ায় বেশ কয়েকটি বাড়ি, মার্কেট, কারখানা গুঁড়িয়ে দেয়া হয়।

উচ্ছেদ অভিযান চলাকালীন মেয়র আতিকুল ইসলাম খালের জায়গা দখলের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

তবে কোনো পূর্ব নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযোগ চালানোর অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, হঠাৎই এমন অভিযান পরিচালনা করায় অনেকেই মালামাল স্থানান্তর করতে পারেনি।

/এডব্লিউ

Exit mobile version