Site icon Jamuna Television

রাজবাড়ীর কালুখালীতে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়ায় কাভার্ডভ্যানের চাপায় সায়মন মৃধা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের পাইকারা মোড়ে এ ঘটনা ঘটে। শিশু সায়মন ইউনিয়নের চরচিলকা গ্রামের সাদ্দাম মৃধার ছেলে।

নিহত সায়মনের চাচি লিমা খাতুন জানান, সায়মন ও তার মাসহ বেশ কয়েকজন ইজিবাইক যোগে এসে তা‌দের বাড়ির সামনে এসে নামেন। এ সময় সায়মন হঠাৎ দৌঁড়ে রাস্তা পার হতে গেলে প্রথমে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান এসে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে সে রাস্তায় পড়ে যায়। সাথে সাথে আরও একটি কাভার্ডভ্যান এসে তার পায়ের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যায় শিশু সায়মন।

এনিয়ে পাংশা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর সালাউদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, ত‌থ্যের ঘাট‌তি থাকায় ঘাতক কাভার্ডভ্যান দু’টিকে আটক করা সম্ভব হয়নি। ত‌বে তাদের আট‌কের চেষ্টা চল‌ছে।

এসজেড/

Exit mobile version