Site icon Jamuna Television

এবার নতুন ব্যবসা খাতে সাকিবের বিনিয়োগ

দেশের ই-কমার্স ব্যবসায় নিজের নাম যুক্ত করেছেন বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। গত শুক্রবার (২১ জানুয়ারি) চালু হওয়া মোনার্ক মার্ট নামের ই-কমার্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এই ক্রিকেটার। তিনি মোনার্ক মার্টের বিনিয়োগকারীও।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সরও মোনার্ক মার্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে তারা। ক্রেতাদের কাছে দ্রুততম সময়ে পণ্য পৌঁছাবে বলেও জানায় মোনার্ক মার্ট।

এর আগে রেস্টুরেন্ট, স্বর্ণ আমদানি ও বিপণন, শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন সাকিব আল হাসান।

এছাড়া, প্রস্তাবিত পিপলস ব্যাংকের পরিচালক হতে চেয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার লাইসেন্সের শর্তপূরণে ব্যাংকটির সময় বাড়ানোর আবেদন বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা ‘পিপলস ব্যাংক লিমিটেড’ এর অনুকূলে ইস্যু করা লেটার অব ইনটেন্ডের (এলওআই) শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আবেদন বা‌তিল করে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২০ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়।

Exit mobile version